Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কুকুয়া ইউনিয়ন

বরগুনা জেলার আমতলী উপজেলাধীন কুকুয়া ইউনিয়ন পরিষদ অত্র জেলার সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি বরগুনা জেলায় কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেন এবং মসজিদ, মন্দির, খেলার মাঠ, বৈদ্যুতিক পাওয়ার হাউস, সরকারী-বেসরকারী অফিস, সহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে।

আয়তন ২৬.০০ র্বগমাইল মৌজা ১০ টি গ্রাম ১৩ টি লোক সংখ্যা ২৭৯৩৫ (ক) পুরুষ ১৪,১৪৩ (খ) মহিলা ১৩,৩৯২ (শিক্ষার হার) ৭০% ভোটার সংখ্যা--১৪৫৩৫-------- (ক) পুরুষ -৭৩১০------ (খ) মহিলা -৭২৩৫--সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯ টি,  মাদ্রাসা ৫ টি মসজিদ ৪৮ টি  খেলার মাঠ৩ টি, ইউনিয়ন ভূমি অফিস ১ টি ডাকঘর ৩ টি ,ইট খোলা ১ টি, সাব রেজিষ্টার অফিস ১ টি,  হাট বাজার সরকারী ৪ টি হাট বাজার  (ক) সড়ক ও জনপথ  ২৫ কি.মি পাকা, কাচা ২০০ কি.মি(খ) দর্শনীয় স্থান খানকায় ছালেহিয়া .